ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

মোঃ রেজাউলকরিম, লালমনিরহাট। লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে (৬৮) হত্যাকাণ্ডের ঘটনায় একজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে হত্যাকাণ্ডের শিকার ওয়াজেদ আলীর ছেলে রিফাত হাসান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে রাত ১০টার মধ্যবর্তী সময়ে আসামি মো. নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবু (২৫) পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা আসামিসহ কয়েকজন তার বাবাকে বাড়ির সামনে পাকা রাস্তায় আটক করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
আসামি নাহিদুজ্জামান পাটগ্রাম পৌর এলাকার রসুলগঞ্জ নিউ পূর্বপাড়ার মো. আব্দুস সামাদ প্রধানের ছেলে। আর নিহত এম ওয়াজেদ আলী ও আসামি নাহিদুজ্জামান প্রধান প্রতিবেশী।
খোঁজ নিয়ে জানা গেছে, পাটগ্রাম ফাতেমা প্রি ক্যাডেটের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা এম ওয়াজেদ আলী। ওই প্রি ক্যাডেট স্কুলে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদুজ্জামান প্রধান। বার্ষিক পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে অধ্যক্ষের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় তার। এরপর থেকে নাহিদুজ্জামান ফাতেমা প্রি ক্যাডেট স্কুলে আর যায়নি।
এদিকে এম ওয়াজেদ আলী হত্যার পর থেকে নাহিদুজ্জামান বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিজের ফোনটি বন্ধ রাখেন। এ থেকেই সবার সন্দেহ সৃষ্টি হয় সে হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মোত্তালিব সরকারকে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মামলার এজাহারনামীয় আসামিসহ অন্যান্য অজ্ঞাত আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আশা করি আসামিরা খুব দ্রুত গ্রেফতার হবেন।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পাটগ্রাম পূর্বপাড়ার নিজ বাসার সামনে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |