ঢাকা, শনিবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পাঠাও-উবার একই হেলমেটে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চট্টগ্রাম ব্যুরো: সারা দেশের ন্যায় চট্টগ্রাম মহানগরীতে পাঠাও-উবারসহ বিভিন্ন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ের কল্যাণে মোটরসাইকেলে চড়ে গন্তব্যস্থলে পৌঁছানোর প্রবণতা অনেক বেড়েছে। এতে যাতায়েতের সময় সুরক্ষায় ব্যবহার করতে হয় হেলমেট। ব্যস্ততাকে ছাপিয়ে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছানোর জন্য এসব মোটরসাইকেলের জুড়ি নেই। যার কারনে অনেকের মতে এখন যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেক সহজ হয়েছে। তবে মোটরবাইক রাইড ব্যবহার করলে হেলমেট তো পড়তেই হবে। রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে রাইডরে অতিরিক্ত একটি হেলমেট থাকে পিলিয়নের (যাত্রী) জন্য। যেটি ব্যবহার করতে হয় প্রতিটি পিলিয়নকে। কিন্তু একই হেলমেট একাধিকজনের ব্যবহারে বাড়ছে নানা রকম স্বাস্থ্যঝুঁকি।
গত কয়েকদিন সরেজমিনে দেখা গেছে, বন্দরনগরী চট্টগ্রামে এসব মোটরবাইক ব্যবহারকারীদের সংখ্যাও বেড়েছে প্রচুর পরিমাণে। বিশেষজ্ঞদের মতে, একাধিক মানুষ একই হেলমেট ব্যবহার করলে নানা রোগ যেমন- ফাঙ্গাল ইনফেকশনস, খুশকি, চর্মরোগে আক্রান্ত হতে পারে। সাধারণত হেলমেট পরলে মানুষের মাথা, কান ডাকা থাকার কারণে শরীরের এই অংশ খুব সহজেই ঘেমে যায়। আর যখন সেই ঘামে ভেজা হেলমেট যখন অন্য কেউ পরেন, তখন খুব সহজেই রোগ-জীবাণু সংক্রমিত হয়। ফলে আপনার শরীরে অন্যজনের শরীরের রোগ বাসা বাঁধতে পারে। এছাড়া হেলমেটের মাধ্যমে খুব সহজেই ফাঙ্গাল ইনফেকশন, উঁকুন, ব্যাকটেরিয়া ইত্যাদি অন্যজনের মাথায় চলে যেতে পারে।
বিশেষজ্ঞরা আরো বলছেন, এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্য আলাদা হেলমেট বহন করা সম্ভব না হলেও অন্যজনের ব্যবহৃত হেলমেট পরার আগে মাথায় পাতলা রুমাল জাতীয় কোনো কাপড় দিয়ে ডেকে নেওয়া যেতে পারে। এতে সংক্রমণের ঝুঁকি অনেকটা এড়ানো সম্ভব।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |