পার্বতীপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর মারপিটের অভিযোগ


আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের পার্বতীপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর মারপিটের অভিযোগ উঠেছে। ওপর প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী আহমেদুর রহমান মুকুলের (টেবিল ল্যাম্প প্রতিক) বিরুদ্ধে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট অভিযোগটি দায়ের করেছেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানজুর রশিদ (ব্রীজ প্রতীক)।
অভিযোগে বলা হয়েছে ২৩ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী মুকুল ও তার লোকজন মানজুর রশিদের কর্মী-সমর্থক মোঃ রফিকুল ইসলাম, ওয়াজেদ আলী ও নুরুজ্জামানকে বাজার করে বাড়ি ফেরার পথে সরকার পাড়া গ্রামে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ির সামনে কর্মীদের পথরোধ করে তাদের মারধর করে বাড়ির ভেতরে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের হাত-পা বেঁধে বেধড়ক পেটাতে থাকে এবং ব্রিজ প্রতীকের কাজ না করার জন্য প্রাণনাশের হুমকি প্রদান করে। ওপর দিকে একইদিনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুকুল ও তার লোকজন সরকার পাড়া এয়ার ফিড ব্যাবসায়ী মোঃ মাজেদুল হকের দোকানে হট্টগোল করে দোকান তালাবন্ধ করে দেয়। অভিযোগের বিষয়টি নিয়ে কথা হলে সিনিয়র রির্টানিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম শাহিন সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি, দুপক্ষকে সতর্ক করা হয়েছে।