পার্বতীপুরে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ৩ জন


আল মামুন মিলন,পার্বতীপুর (দিনাজপুরে) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন মামাতো ও ফুপাতো ভাইদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় শাহজাহান(২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
আহত হয়েছে শাহ আলম (২৪) মেহরাব(২৫) ও মশিউর (২৩) নামে ৩ জন। এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১৪জানুয়ারি)
সকাল সাড়ে ৯ টার দিকে পৌর শহরের লামাপাড়া গ্রামে। মডেল থানার ওসি আবুল হাসনাত খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্হানীয়রা জানান, ওই গ্রামের মৃত আব্দুল হামিদ কাল্ঠুর ছেলে শাহ জাহান এর সাথে একই গ্রামের কিবরিয়ার (৪৫)জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকালে
কিবরিয়া ও তার লোকজন মৃত মায়ের সম্পত্তির দাবী নিয়ে বিরোধপুর্ন জমিতে গাছ লাগাতে গেলে মামাতো ভাই শাহজাহান তার চাচাতো ভাইদের নিয়ে বাধা দিতে এগিয়ে এলে দুপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোদাল ও হাচুয়ার কোপে শাহজাহান, শাহ আলম, মেহরাব ও মশিউর গুরুত্বর আহত হন।
আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শাহজাহান সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।