ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত তলিয়ে গেছে ২শ ৫০ হেক্টর আমন ক্ষেত

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:২ দিনের টানা বৃস্টিপাত আর উজানের ঢলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নিন্মআঞ্চলসমুহ প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানিয়েছে,অতিবর্ষনে চলতি আমনের ২৫০ হেক্টর জমি তলিয়ে গেছে। বেরিয়ে গেছে প্রায় ৫শ পুকুরের ছোট ও মাজারি ধরনের পোনামাছ। ভারী বর্ষনে উপড়ে গেছে বিভিন্ন প্রজাতির শতাধীক গাছপালা। বিনষ্ট হয়ে গেছে ক্ষেতের আগাম সবজিচাষ।
এদিকে হাবড়া ও মোস্তফাপুর ইউনিয়নের রায়চন্দ্রপুর কাশিপুর ও ডাংগাপাড়াসহ বেশক’টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এর আশপাশের রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা বেরুতে পারেনি বিদ্যালয়মুখে। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৫০ টি কাঁচা ঘরবাড়ী ও রাস্তাঘাটের। জলাবদ্ধতা দেখা দেয় পৌর শহরের সড়ক সহ বেশ কটি স্থাপনায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল জানান, এ পর্যন্ত পৌরসভা সহ উপজেলার ১০ ইউনিয়নে সরকারীভাবে বন্যা পিড়ীত ৩শ জনের মাঝে ৩ মেট্রিক টন চাল বিতরন করা হয়েছে। হাবড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুুজ্জামান সরকার জানান, বর্ন্যাত্যদের মাঝে ত্রান তৎপরতা অব্যাহত রয়েছে।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |