পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত


আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর- ফুলবাড়ী সড়কে চান্দাপাড়া এরশাদ নগর ব্রীজের নিকট ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটো ভ্যানের ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। বুধবার (৩ এপ্রীল) সকাল সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পৌর শহরের ধুপি পাড়া মহল্লার আব্দুল মান্নান এর ছেলে আবুল কালাম(৬০) ও আশরাফুল আলম(২৮)। এরা দুজনে মামা ভাগিনা ও পুরাতন লোহার ব্যাবসা করতো বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ফুলবাড়ী থেকে আসা একটি ট্র্র্যাক বীপরিত দিক থেকে আসা অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের ওই দুই যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। মডেল থানার ওসি আবুল হাসনাথ খান জানান, আটককৃত ট্রাকটিকে থানায় নেয়া হয়েছে।