পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত


আল মামুন মিলন,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় সোহাগ(২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার(৮অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে পার্বতীপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট ২৪ আপ মেইল ট্রেনটি হলদিবাড়ী রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় সোহাগ ছিটকে পড়ে। এসময় সে রেললাইনের ধারে বসে প্রস্রাব করছিলো। খবর পেয়ে রেল থানা পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত যুবক উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের দুখুমিয়ার ছেলে।