ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে নব বধূর রহস্যজনক মৃত্যু  শ্বশুর – শাশুড়ি সহ গ্রেফতার  ৪ 

আল মামুন মিলন, পার্বতীপুর( দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের পার্বতীপুর  পৌর শহরের হলদিবাড়ী রেলকলোনীতে  মাহবুবা খাতুন মিষ্টি(২৬) নামে  এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাদী পরিবারের দায়ের করা হত্যা মামলার অভিযোগে শ্বশুর রজব আলী, শ্বাশুড়ি শামশুন্নাহার ও ননদ রিনা ও রেহেনাকে রেলওয়ে পুলিশ  গ্রেফতার করেছে।বুধবার(১ ফেব্রুয়ারী) সকালে এই  মৃত্যুর ঘটনাটি ঘটে। জানা গেছে,  মঈলবার রাতে  শ্বশুরবাড়ির  লোকজনের হাতে শারীরিক  নির্যাতনের শিকার হন মিষ্টি। বুধবার সকালে শ্বশুরবাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা  মিষ্টির পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মৃত্যুদেহ  উদ্বার করে সুরতহাল  তৈরী করে রেলওয়ে পুলিশ। এতে বাদী পরিবারের হত্যা মামলার অভিযোগে একই পরিবারে শ্বশুর- শাশুড়ি ও দুই ননদসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য,  সাহেবপাড়া মহল্লার মুদি  ব্যাবসায়ী মোবারক হোসেনের  মেয়ে মাহবুবা খাতুন মিষ্টির বিয়ে হয় পার্শ্ববতী হলদিবাড়ী রেলকলোনীর রজব আলীর ছেলে শাহনেওয়াজ হোসেন রনির সাথে। বিয়ের তিন মাসের মাথায় মিষ্টির  রহস্যজনক এই মৃতুর ঘটনাটি ঘটে। মিষ্টি’র স্বামী রনি নেত্রকোনার  মোহনপুরে বেসরকারী সংস্থা আশা নামক এনজিওতে কর্মরত আছেন বলে জানা যায়।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, প্রাথমিক  হত্যাকান্ড ধারনা করা হলেও ঘটনাটি প্রকৃত হত্যাকান্ড  কিনা রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |