পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু


আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭জুন) বিকেলে পৃথক দুই স্থানে বর্জ্রপাত হলে এই নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল কুদ্দুস(২৭) ও হাবড়া ইউনিয়নের কুশুলপুর গ্রামের ইব্রাহীমের ছেলে বুলবুল(৪৪) এরা দুজনেই দিনমজুরের কাজ করতেন।
জানা যায়, জৈষ্টের প্রচন্ড খরোতাপে বিকেলে কিছুটা স্বস্তির বৃষ্টির দেখা মেলে পার্বতীপরে। এসময় আম কুড়াতে বের হন আব্দুল কুদ্দুস। অপরদিকে বুলবুল আহম্মেদ বাড়ীর গোয়াল ঘরে বসে ছিলেন। হটাৎ বর্জ্রাপাত হলে নিহত হন তারা। এ ঘটনায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বুধবার রাতেই নিহত পরিবার দ’ুটির মাঝে ৫০ হাজার টাকা তুলে দেন। উপস্থিত ছিলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল আলম ও মডেল থানার ওসি আবুল হাসনাথ খান।