পার্বতীপুরে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় শিশুপুত্র নিহত


আল মামুন মিলন. পার্বতীপুর(দিনাজপুর)দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের জনাব আলীর বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ইউসুফ আলী (৫) নামের এক শিশুপুত্র অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় তার পালিত শিশুটি ঘুমন্ত অবস্থায় শোয়ার ঘরে ছিল বলে জানা যায়।
গতকাল বৃহস্পতিবার(১২ জানুয়ারী) রাত ৮ টার দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নেয়া হলেও ৩ টি টিনের নির্মিত ঘর পুড়ে ছাই হয়ে গেছে গৃহকর্তার। সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আড়াই লক্ষাধিক টাকার সরন্জাম।
পার্বতীপুর ফায়ার সার্ভিস এ্যান্ড ডিফেন্সেসের টিম লিডার তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পৌছে আংশিক আগুন নেভাতে সক্ষম হই। অগ্নিকান্ডের প্রকৃত কারন জানা যায়নি। তবে ত্রুটিপূর্ণ ইলেকট্টিক থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।