পার্বতীপুরে মোটর মালিক সমিতির সাধারন সম্পাদকের ওপর হামলা প্রতিবাদে বাস চলাচল বন্ধ


আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের পার্বতীপুরে বাস ও মটর মালিক সমিতির সাধারন সম্পাদক ফয়েজার রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল আজ মঈলবার সকাল থেকে আন্তঃজেলা অনিদৃষ্ট সময়ের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে ফয়েজার রহমানের ওপর শহরের গুলপাড়া মহল্লায় সন্ত্রাসী হামলার খবরে মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। আহত ফয়েজুর রহমানকে রাতেই এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, সোমবার রাত ১১ টার দিকে নিজ কাজ শেরে পার্শ্ববতী বাড়ি আমিরগন্জ ফেরার পথে গুলপাড়া মহল্লায় কতিপয় হেলমেট পরিহীত দূর্বত্তের হামলার শিকার হন তিনি। বাস মটর শ্রমিক সমিতির সাধারন সম্পাদক বাবু জানান, আহত বাস মালিক ফয়েজুর রহমানকে আমরা দিনাজপুর হাসপাতালে দেখতে এসেছি।পার্বতীপুরে ফিরে পরবর্তী কর্মসুচী দেয়া হবে। এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীগণ ভোগান্তিতে পড়তে দেখা গেছে।