ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আমজাদ হোসেন মেয়র নির্বাচিত

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন বুধবার (০২ নভেম্বর) সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন। তার ভোট সংখ্যা ১২ হাজার ৭৬৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগী সহ সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক, তার প্রতীক ছিল নারিকেল গাছ। প্রাপ্ত ভোট সংখ্যা ৯ হাজার ২২১। ব্যবধান ৩ হাজার ৫৪৪ ভোট। মেয়র পদে এই নির্বাচনে দু’জনই প্রার্থী ছিলেন। নির্বাচনে ২১ হাজার ৯৮৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পৌরসভার ভোটার সংখ্যা ছিল ৩৪ হাজার ৩৯৯ জন। মোট ভোট গ্রহন হয়েছে ২১ হাজার ৯৮৬ জনের। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন আফছানা খাতুন, মালেকা জালাল, ও আঞ্জুয়ারা বেগম। সাধারন কাউন্সিল পদে নির্বাচিতরা হলেন, মানজুর রশিদ, মঞ্জুরুল আজিজ পলাশ, কৈলাশ প্রসাদ সোনার, রোস্তম আলী, জাহার্ঙ্গীর আলম, শরিফুল ইসলাম, মঞ্জুরুল হক মঞ্জু, জাহাঙ্গীর ইসলাম ও আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |