পার্বতীপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আমজাদ হোসেন মেয়র নির্বাচিত


আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন বুধবার (০২ নভেম্বর) সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন। তার ভোট সংখ্যা ১২ হাজার ৭৬৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির সদ্য পদত্যাগী সহ সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক, তার প্রতীক ছিল নারিকেল গাছ। প্রাপ্ত ভোট সংখ্যা ৯ হাজার ২২১। ব্যবধান ৩ হাজার ৫৪৪ ভোট। মেয়র পদে এই নির্বাচনে দু’জনই প্রার্থী ছিলেন। নির্বাচনে ২১ হাজার ৯৮৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পৌরসভার ভোটার সংখ্যা ছিল ৩৪ হাজার ৩৯৯ জন। মোট ভোট গ্রহন হয়েছে ২১ হাজার ৯৮৬ জনের। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন আফছানা খাতুন, মালেকা জালাল, ও আঞ্জুয়ারা বেগম। সাধারন কাউন্সিল পদে নির্বাচিতরা হলেন, মানজুর রশিদ, মঞ্জুরুল আজিজ পলাশ, কৈলাশ প্রসাদ সোনার, রোস্তম আলী, জাহার্ঙ্গীর আলম, শরিফুল ইসলাম, মঞ্জুরুল হক মঞ্জু, জাহাঙ্গীর ইসলাম ও আবু বক্কর সিদ্দীক প্রমুখ।