ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুর মধ্যপাড়া রেললাইন প্রকল্পের রেলপাত চুরি রেলের বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:পার্বতীপুর মধ্যপাড়া রেললাইন প্রকল্পের দফায় দফায় ঘটছে রেলপাত চুরির ঘটনা। ১৪ কিলোমিটার রেলপথের মধ্যে ৫ কিলোমিটার রেললাইন উধাও হয়ে গেছে সেখানকার। এই বিপুল পরিমান রেললাইন চুরির ঘটনায় পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হলেও ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে জড়িতরা। ফলে কর্তপক্ষের এমন নিস্ক্রিতায় চোররা গড়ে তুলে সেখানে রেললাইন চুরির বড় একটি সিন্ডিকেট।
সম্প্রতি চুরি যাওয়া রেললাইন মজুত রয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযানে নামে রেলপুলিশ। অভিযান চালিয়ে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের করুনা কান্ত রায়ের বাড়ি থেকে ১০টি রেলের পাত, ২টি ফ্রেন্স,৪টি হুকের টুকরা, ৪টি ওয়েব , ৩টি ই সাইজের ৫৩ টি রেলের টুকরা। আর এক তথ্যের ভিত্তিতে পাশ্ববর্তী বদরগঞ্জ উপজেলার রামনাথপুর সেখপাড়া গ্রামের হারিজুলের বাড়ি থেকে রেললাইনের চারফিট সাইজের ৬০ পিছ ফ্রান্স উদ্ধার করা হয়। এসব বিপুল পরিমান রেলের সরঞ্জাম উদ্ধারের সময় জড়িতরা কেউ গ্রেফতার হয়নি। রেলওয়ে থানার ওসি নুরুল ইসলামের ভাষ্যমতে মালামাল উদ্ধারের সময় বাড়িতে কেউ না থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি।
পার্বতীপুর রেলওয়ে স্টেশনের বাফার গুদাম হয়ে মধ্য্যপাড়া পাথরখনি পর্যন্ত ১৪ কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়। বাস্তবায়নাধীন প্রকল্পটিতে দীর্ঘদিন পরিত্যাক্ত থাকে রেললাইন। এরই মধ্যে বড় ধরনের রেললাইন চুরির ঘটনায় গায়েব হয়ে গেছে ৫ কিলোমিটার রেলপাথ। অবশেষে সরকারের কোটি টাকার সম্পদের হদিস মেলাতে টনক নড়ে প্রশাসনসহ শংশ্লিষ্ট কতৃপক্ষের।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |