পাষন্ড স্বামী ভেঙ্গে দিলেন স্ত্রীর হাত


মেহেরপুর প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শীলা দাসীর একটি হাত ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী। শীলা দাসী বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন। শীলা দাসী গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের লালন দাসের স্ত্রী।আজ শনিবার বেলা আড়াই টার দিকে মারপিটের এ ঘটনা ঘটে।
শীলা দাসী জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্বামী লালন দাস বাঁশ দিয়ে আমাকে পেটাতে থাকে। এক পর্যায়ে বাঁশের আঘাতে আমার একটি হাত ভেঙ্গে যায়। হাত ভাঙ্গার পরেও সে ক্ষ্যান্ত হয়নি। বেধড়ক পিটিয়ে আমার সারা শরীর ফোঁলা জখম করে দিয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার বিকে দাস জানান, তার একটি হাত ভেঙ্গে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে ও মাথায় আঘাতের ফোঁলা দাগ রয়েছে।