পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মঠবাড়িয়ার আ.লীগের প্রার্থী হওয়ার ঘোষণা


শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর আহবান জানান। শনিবার সন্ধ্যায় উপজেলার রাজারহাট বাজারে দাউদখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দাউদখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ফজলুল হক রাহাত খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকছুদা আক্তার বেবী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ আজিম-উল-হক, মঠবাড়িয়া পৌর আ‘লীগ সভাপতি আফজাল হোসেন,উপজেলা আ‘লীগের সহ-সভাপতি মোঃ ফারুকুজ্জামান, ইউপি চেয়ারম্যান রিয়জুল আলম জনো, রফিকুল ইসলাম রিপন, হারুন অর রশিদ তালুকদার, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল সোহেল, মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান ও মোঃ শহিদ মিয়া প্রমূখ।