পীরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রদূতের ত্রি বার্ষিক নির্বাচন


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া চৌরাস্তায় অবস্থিত এলাকার শান্তি,শৃংখলা ও ভ্রাতৃত্ব রোধ মাদক বজায় রাখতে নিজ উদ্যোগে এলাকার তরুনদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রদূত’ এর উৎসমূখর পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ২০১৮ সালের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার অগ্রদূত অফিস সংলগ্ন ভোমরাদহ ফেডারেশন মাঠে বিরতিহীন ভাবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত ভোট গ্রংহন চলে। এ সময় ৯০ সদস্যের মধ্যে বিপুল ভোটে জয়লাভ করেন সহ সভাপতি প্রার্থী ইবনে তারেক বাঁধন (ফুটবল প্রতীক ১৪) প্রতিদ্বন্ধী এস এইচ ইমরান তালাচাবি ৭ ভোট , সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুর রহমান (ঘোড়া ১২ ভোটে) এস কে সবুজ (আনারস ৯ ভোট ) সভাপতি প্রাথী মাসুদ রানা ও শাহীদ রহমান ড্র থাকার কারনে সভাপতি লটারির মাধ্যমে মাধ্যমে নির্বাচন করা হবে ।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভোমরাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। রিপন আলী সবুজ,সাবেক সভাপতি অগ্রদূত ৯০ জন ভোটাদের মধ্যে ২২ জন ভোট দিতে অশগ্রংহন করেন।