ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ ২০২৩ ইং | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পুলিশও অসহায়! মাদকসেবীদের দৌরাত্ব্য ঘুম হারাম মহানগরীর চট্টেশ্বরী রোড এলাকাবাসীর

চট্টগ্রাম ব্যুরো: মাদকসেবীদের দৌরাত্ব্য ঘুম হারাম করে দিচ্ছে চট্টগ্রাম মহানগরীর চট্টেশ্বরী রোড এলাকাবাসীর। মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠা এ এলাকার প্রায় প্রতিদিন সড়কের বিভিন্ন স্পটে ২০-৩০ জনের জটলা বেঁধেই থাকে। এলাকাবাসীর স্বাভাবিক চলা ফেরায় বাধা হয়ে দাঁড়িয়েছে এসব যুবক ‘দুর্বৃত্ত’রা। তাদেরকে কেউ কিছু বলার সাহস পায় না। এসব চক্রের উৎপাত ঠেকাতে পুলিশও ব্যর্থ বলে জানান স্থানীয়রা। মাঝে মধ্যে পুলিশ তাদের তাড়িয়ে দিলেও পরে আবার এসে আড্ডা জমায় মাদকসেবীরা। মাদকসেবীদের তাড়াতে পুলিশ অসহায় কেন জানতে চাইলে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফ হোসেন বলেন, চট্টেশ্বরীতে আমাদের নিয়মিত টহল টিমকে মাদকসেবীদের ব্যাপারে বিশেষভাবে বলে দেওয়া আছে। তারা প্রায় সময় মাদকসেবীদের ব্যাপারে সচেতন। বেশ কয়েকবার অভিযানও পরিচালনা করা হয়। মাদকসেবীদের উপরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি রয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, চট্টেশ্বরী রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান আরিফ হোসেন।ডিসি রোডের বাসিন্দারা জানান, চকবাজার এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে আমরা বাস করছি। নির্জন এলাকা হওয়ায় চট্টেশ্বরী রোডে মাঝে মধ্যে হাঁটতে বের হতাম। এখন আর যাই না। কেন যান না জানতে চাইলে বলেন, ওই রাস্তায় আগের পরিবেশ নেই। সন্ধ্যা নামলেই মাদকসেবীরা চলে আসেন। চট্টেশ্বরী রোডে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং আবাসিক এলাকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের বাড়িও ওই চট্টেশ্বরী রোডে। মাদকসেবীরা বসে পড়েন মোরশেদ খানের বাড়ির সামনে থাকা ব্রিজের উপরও। আশ পাশের কয়েকটি ব্রিজের অবস্থাও একই রকম। অন্ধকার ঘনিয়ে এলেই তাদের মাদকে আড্ডা জমে উঠে। চলে রাত ১১ টা পর্যন্ত। প্রত্যক্ষদর্শী এক লোক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি এম এম আলী রোডে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে মাদকসেবীদের তাড়ানো হয়। সেখানে এখন প্রায় সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। পাশাপাশি র‌্যাবও প্রতিনিয়ত টহল দেয়। ওইদিকে পুলিশের তাড়া খেয়ে তারাও এখন মাদকসেবন করতে চলে আসে চট্টেশ্বরী রোডে। চকবাজার এলাকার কথিত যুবলীগ নেতার অনুসারী হিসেবে পরিচিত কিছু ছাত্রলীকর্মীদেরও প্রিয় হয়ে উঠেছে চট্টেশ্বরী রোড। বিভিন্ন এলাকার বন্ধুদের নিয়ে তাঁরাও মাদকসেবীদের সাথে আড্ডায় মেতে উঠে। আদতে তাদের বেশির ভাগই অছাত্র । ফলে ওই এলাকায় ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে। বিভিন্ন মামলার আসামি থেকে শুরু করে খুনের মামলার মতো ফৌজদারী অপরাধে অভিযুক্ত আসামিদেরও নিরাপদ স্থান এই চট্টেশ্বরী রোড।

You must be Logged in to post comment.

ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |     সরকারি নীতিমালা উপেক্ষা করে ঝিকরগাছায় কোচিং বাণিজ্য ইভটিজিংয়ের বলি শিক্ষার্থীর আত্মহত্যা : আটক ১ সহপাঠি     |     আটোয়ারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২২৮ টি ট্যাব বিতরণ     |