ঢাকা, সোমবার, ২০শে মার্চ ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পেঁয়াজের ‘ডাবল সেঞ্চুরি’

ক্রমশ বাড়তে থাকা পেঁয়াজের দাম প্রতি কেজি ডাবল সেঞ্চুরি ছুঁয়েছে পৌঁছেছে। কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না, বরং দিনকে দিন বেড়েই চলেছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম অতীতের সব রেকর্ড ভেঙে দাঁড়িয়েছে নতুন মাইলফলকে।

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজি প্রতি ১৯০ থেকে ২০০ টাকায়, মিশরীয় পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গতকাল বুধবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়, কোথাও কোথাও ১৫০ থেকে ১৬০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। আর মিয়ানমারের পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা, মিশরের ১৩০ থেকে ১৪০ টাকা ও তুরস্কে পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়।

মঙ্গলবার থেকে বাজার পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় প্রতিদিন পেঁয়াজের দাম বেড়েছে। লাগামহীন এমন বাজার পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ ক্রেতাদের।

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন ধরনের পদক্ষেপের পরেও গত দুই মাস ধরে পেঁয়াজের বাজার এতটাই অস্থিতিশীল যে, এই কমছে তো এই বাড়ছে। এই পাগলা ঘোড়ার রাস কিছুতেই টেনতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয়।

কেউ কেউ বলছেন, মিয়ানমার থেকে ৪২ টাকা দরে আনা পেঁয়াজ কেন ১৭০-১৮০ টাকায় বিক্রি হবে? বাণিজ্য মন্ত্রণায়ল কেন বিষয়টি খতিয়ে দেখছে না অথবা এমন মুনাফালোভীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না?

এ বিষয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, অতি মুনাফালোভী ব্যবসায়ীরা সুযোগ পেলেই তা লুফে নেন। সেটি যৌক্তিক না অযৌক্তিক, সে বিষয়ে মাথা ঘামান না-এটি ঘোর অন্যায়। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন তারা।

You must be Logged in to post comment.

মেহেরপুরের বিভিন্ন ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত     |     মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০     |     আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা     |     মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন     |     ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান : জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা     |     ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি     |     লালমনিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে     |     হাল না ছাড়া শেরপুরের সংগ্রামী মামুন এখন মেটা’র ইঞ্জিনিয়ার     |     মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা     |