ঢাকা, রবিবার, ১১ই জুন ২০২৩ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

  প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা   ফলদা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি নির্বাচন

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:  টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। এ নির্বাচনকে কেন্দ্রে সভাপতি/সম্পাদক পদসহ অন্যান্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। বাজারের ব্যবস্থা উন্নয়নের লক্ষের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

উপজেলার ফলদা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি নির্বাচন সভাপতি/সম্পাদকসহ মোট ৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তারমধ্যে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, সভাপতি পদে দোয়াত কলম প্রতীকে লাল মিয়া, চেয়ার প্রতীকে রফিকুল ইসলাম, ছাতা প্রতীকে আবুল হোসেন, আম প্রতীকে সাকের আহমেদ।সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে- গোলাপ ফুল প্রতীকে মিজানুর রহমান (অন্ত) ও বাইসাইকেল প্রতীকে মনিরুজ্জামান। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারমধ্যে মোরগ প্রতীকে আরজু মিয়া ও আনারস প্রতীকে দেলোয়ার হোসেন।মোট ১৪ প্রার্থীর মধ্যে সাধারণ সদস্য থেকে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৬ জন সাধারণ সদস্য নির্বাচিত হয়। তারা হলেন, আনোয়ার হোসেন, আসিফ তালুকদার, জাহাঙ্গীর আলম মন্ডল, জহুরুল ইসলাম, পারভেজ সরকার ও মিন্টু মিয়া।ফলদা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনাসহ মিছিল, মিটিং সভা করছেন। এ নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বুধবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সভা করেছে নির্বাচন কমিটি।সভায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রুহুল আমিন তালুকদার, নির্বাচন কমিটির সভাপতি ও ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ, ইউপি সদস্য নজরুল ইসলাম।প্রমুখ।

নির্বাচন কমিটির সভাপতি সন্তোষ কুমার দত্ত জানান, আগামী ২৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট ভোটার রয়েছে ৪০৭ জন। এ নির্বাচনে সভাপতি/সাধারণ সম্পাদকসহ মোট ১৪ জন প্রার্থী অংশ নিয়েছেন। তারমধ্যে সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থী বিনা প্রতিন্দন্দ্বীতা জয়ী হওয়ায় মোট ৮ প্রার্থী প্রতিন্দন্দ্বীনতা করছে। সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা চলছে

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |