ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দিলো ‘আমরা করব জয়’

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু আব্দুল্লাহ আল আদিলকে (৭) হুইলচেয়ার প্রদান করেছে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’।
ওই শিশু উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে আবু শিবলি মো. জাকারিয়ার ছেলে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ওই শিশুর বাড়িতে গিয়ে নিজেদের অর্থায়নে হুইলচেয়ার প্রদন করেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহ-সভাপতি বাপ্পী দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, শাহারিয়া আসিফ দিনার, সদস্য মিনহাজ উদ্দিন সজল, আইরিন আক্তার হীরা, নওশীন তাবাসসুম, সিমা আক্তার, আরিয়ান বাবু, মো. আতিক বাবু প্রমুখ।
শিশু আব্দুল্লাহ আল আদিলের মা জেবুন নাহার জুতি অশ্রুশিক্তচোখে বলেন, আমার ছেলে জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সে চলাফেরা করতে পারে না, তাই তাকে নিয়ে অনেক সমস্যা হতো। কোথাও নিয়েও যেতে পারতাম না। তাকে নিয়ে কোনো কাজও করা যেতো না। একটি হুইলচেয়ারের জন্য চেম্বার/চেয়ারম্যানের কাছে বহুবার ধর্না দিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। পরে কিছু ছেলে-মেয়ে হুইলচেয়ার নিয়ে আমার বাড়িতে হাজির হয়। হুইলচেয়ারটি দেখে খুবই আনন্দিত খুশি আমি। আমার ছেলে সেটিতে বসতে পারবে, তাকে এখন বাহিরে নিয়ে যাওয়া যাবে। ফুলবাড়ীর সংগঠন ‘আমরা করব জয়’ দিয়েছে হুইলচেয়ারটি। আমি তাদের জন্য প্রাণভরে দোয়া করি। তাদেরকে যেনো আল্লাহ এভাবেই মানুষের পাশে থাকার তৌফিক দান করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ ও সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ভাবনা থেকে হোক ভালো কাজ শীর্ষক প্রতিপাদ্যকে রেখে আমরা প্রতিষ্ঠাকাল থেকেই অদ্যবধি বহু মানুষকে হুইলচেয়ার প্রদান করেছি। তারই ধারাবাহিকতায় সদস্যদের অর্থায়নে শিশু আব্দুল্লাহ আল আদিলকে শনিবারে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |