প্রত্যেক প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া চর্চা দরকার- নূরুল ইসলাম সুজন এমপি


রাশেদুজ্জামান বাবু, বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ একটি দেশকে বিশ্বে পরিচিতি লাভ করতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়ার চর্চা থাকা প্রয়োজন। যার মাধ্যমে পুরো বিশ্ব সে দেশটাকে চিনবে। আজ যেমনি করে ক্রিকেট অঙ্গনে আমাদের পরিচিতি। গতকাল শনিবার পঞ্চগড়-২ আসনের সাংসদ এডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় এসব কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বোদা পৌরসভার প্রথম মেয়র এডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান সুজা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বোদা উপজেলা নির্বার্হী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি। শুভেচ্ছা বক্তব্য রাখেন,বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল,বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন,বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম,সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ। এসময় বিদ্যালয়ের বার্ষিক রির্পোট প্রেস করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হক। পরে এমপি বার্ষিক ক্রিড়া,সাহিত্য ও সাংস্কৃকিত প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সন্ধ্যায় বিদ্যালয়ের শিক্ষার্থী পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।