ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রথম টি২০তে জিম্বাবুয়েকে ৫ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তান

তরুণ লেগ-স্পিনার রশীদ খানের তিন উইকেট আর মোহাম্মদ নবীর ঝড়ো গতির ৪০ রানের সুবাদে শারজাহতে অনুষ্ঠিত প্রথম টি২০তে জিম্বাবুয়েকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান।
গত মাসেই ভারতীয় প্রিমিয়ার লীগের নিলামে রশীদ খানকে ১.৪১ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তরুন এই লেগ স্পিনার নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৯ রানে তিন উইকেট তুলে নিলে জিম্বাবুয়ের ইনিংস ৯ উইকেটে ১২০ রানে থেমে যায়। জিম্বাবুয়ের হয়ে ওপেনিং ব্যাটসম্যান সলোমোন মায়ার সর্বোচ্চ ৩৪ রান করেছেন।
জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের ১১ বলে দুই ওভার বাউন্ডারির সহায়তা ২০ রানে আফগানিস্তান ভাল একটি সূচনা পায়। আগামী জুনে ভারতের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মত টেস্ট খেলতে মুখিয়ে থাকা আফগানিস্তানের জন্য এই জয় দারুন এক আত্মবিশ্বাস যোগাবে। যদিও মিডল অর্ডারে দ্রুত কিছু উইকেট হারিয়ে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮৫। কিন্তু নবীর ব্যাটে পাঁচ ওভারেরও বেশী বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। ২৭ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সহায়তায় ম্যাচ সেরা নবী ৪০ রান সংগ্রহ করে অপরাজিত ছিলেন।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে ৯ উইকেটে ১২০, ২০ ওভার (মায়ার ৩৪ : রশীদ ৩-১৯)
আফগানিস্তান ৫ উইকেটে ১২১, ১৪.৪ ওভার (নবী ৪০* : মুজারাবানি ২-৩৬)
ফল : আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ নবী (আফগানিস্তান)
সিরিজ : দুই ম্যাচের সিরিজে আফগানিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |