প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ


ঠাকুরগাঁও প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে রঞ্জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন৷
এ সময় আরো উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মমিরুল ইসলাম সুজন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপি নেতা রঞ্জনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি তার সাথে ইন্ধন দাতাদের আইনের আওতায় আনার জোর দাবি করেন৷ তা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন নেতা-কর্মীরা।