ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ে কৃষক সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি :প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ‘দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত/অনাবাদি রাখা যাবে না’ বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে ওই সমাবেশের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণের উপ পরিচালক মো. রিয়াজউদ্দীন ও বিএডিসির উপ পরিচালক মাজহারুল ইসলাম। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের পঞ্চগড় সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসামাইল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা, মাগুড়া ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় প্রমূখ। কৃষক সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, উপ সহকারী কৃষি কর্মকর্তা, উপ সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষকদের এক ইঞ্চি জমি খালি না রেখে বেশি বেশি করে ফসল ফলানোর তাগিদ প্রদান করেন। দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে রপ্তানি যোগ্য ফসল উৎপাদনের পরামর্শ প্রদান করেন। সেই সাথে যে কোন ফসল ফলানোর ক্ষেত্রে উন্নত জাতের বীজ ব্যবহারের করতে কৃষকদের পরামর্শ দেন বক্তারা।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |