প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে বোদা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁওয়ে ২৯ তারিখের জনসভায় আগমন উপলক্ষে বোদা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে প্রস্ততি মুলক সভায় উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনিরুল কাদেরের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত থেকে নেতা কর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্র্যাড: নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, যুগ্ম সাধারণ সম্পাদ রবিউল আলম সাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি অমিয় আলম অমি, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান রম্য প্রমুখ।