ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মেহেরপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুর জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেত্বত্বে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।মিছিল শেষে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক।
বিক্ষোভ সমাবেশে অন্যদেও মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, মেহেরপরু-২ গাংনী আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, মিয়াজান আলী, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী প্রমুখ।এছাড়াও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ , কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গাংনীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিকেলে গাংনী পৌর শহরের মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মাষ্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌর আওয়ামীলীগের সেক্রেটারী আনারুল ইসলাম,যুবলীগ নেতা রাহিবুল ইসলাম, উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার কাথুলী, ,মটমুড়া, বামন্দী, সাহারবাটি ইউপির চেয়ারম্যান যথাক্রমে মিজানুর রহমান রানা, ওবাইদুর রহমান কমল, মশিউর রহমান উপস্থিত ছিলেন ।
একইভাবে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মুকুল তার নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে পৃথক আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |