ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রশিক্ষনের মাধ্যমে দেশের বেকার সমস্যা দুর করতে চায় “রেশমা কৃষি উদ্যোগ”

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি:প্রশিক্ষনের মাধ্যমে দেশের বেকার সমস্যা দুর করতে চায় জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ জয়ীতা সুরাইয়া ফারহানা রেশমার প্রতিষ্ঠিত “রেশমা কৃষি উদ্যোগ”। এরই মধ্যে সে দেশের বিভিন্ন জেলার নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষন প্রদান করেছেন। দিয়েছেন হাতে কলমে শিক্ষা। যাতে করে শিক্ষিত হয়ে চাকুরীর পিছনে সময় নস্ট না করে সবাই নিজেই কিছু করতে পারে। এতে সহযোগিতা করছেন বগুড়া জেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
সরেজমিনে শেরপুর উপজেলার বোংগা গ্রামের রেশমা কৃষি উদ্যোগে গিয়ে জানা যায়, পিতা বা স্বামীর পরিচয়ে নয়, নিজের পরিচয়ে বড় হবার অদম্য আগ্রহে কেঁচো সার তৈরি করছেন সুরাইয়া ফারহানা রেশমা। তার এই উচ্ছা শক্তির উপর ভর করে তিনি হয়েছেন রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ জয়ীতা, পেয়েছেন জাতীয় যুব পুরস্কার। এখন তিনি জাতীয় কৃষি পদকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাইতো তিনি উদ্যোগ নিয়েছেন দেশের বেকার সমস্যা দুর করার। এরই লক্ষে রেশমা কৃষি উদ্যোগ ২১ টি প্রশিক্ষন ব্যাচের মাধ্যমে দেশের ৬১ টি জেলার ৬৩০ জন উদ্যোক্তাদের প্রশিক্ষন প্রদান করেছেন। প্রশিক্ষন গ্রহন করে নওগা জেলার জোবায়ের হোসেন, ব্রা²নবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মো. পারভেজ, সুনামগঞ্জের বিসম্ভর উপজেলার আব্দুল আওয়াল সহ অনেকেই এখন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এ ব্যাপারে নওগা জেলার নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর হাজিপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জোবায়ের হোসেন বলেন, আমার দুটি আমের বাগান ও কিছু কৃষি জমি আছে। সেখানে বছরে প্রায় ৮০ হাজার টাকার জৈব সার প্রয়োগ করতে হয়। যা আমার জন্য কষ্টসাধ্য হতো। আমি ইউটিউবের মাধ্যমে রেশমা কৃষি উদ্যোগর প্রশিক্ষনের বিষয়টি জানতে পারি। পরে সেখান থেকে প্রশিক্ষন নিয়ে আমি এখন নিজেই কেচো সার উৎপাদন করছি। আমার নিজের প্রয়োজন মিটিয়ে এলাকার অন্যান্য কৃষদের চাহিদা পুরণ করার চেষ্টা করছি।
এ ব্যাপারে “রেশমা কৃষি উদ্যোগ” এর প্রতিষ্ঠাতা জয়ীতা সুরাইয়া ফারহানা রেশমা বলেন, স্বামীর সাথে বিচ্ছেদের পর কখনো ভাবিনি আমি কিছু করতে পারব। তবে মনের প্রচন্ড জোর এবং অদম্য প্রচেষ্টা আমাকে আজ সফলতা এনে দিয়েছে। আমার তেমন লেখাপড়া নেই। আমি যদি পারি তাহলে অন্যরা পারবেনা কেন? এই উচ্ছা শক্তিতেই আমি প্রশিক্ষন দেয়ার উদ্যোগ গ্রহন করি। এবং ফেসবুক ও ইউটিউবে তা প্রচার করি। আমার এখানে গত ২ বছরে ২১ টি প্রশিক্ষন সম্পন্ন করেছি। অনেকেই আজ সাবলম্বী। আমার খুব ভাল লাগে যখন শুনি আমার এখানে প্রশিক্ষন দিয়ে কোন এক ভাই বা বোন বেকারত্ব থেকে বেড়িয়ে এসেছে। আমি চেষ্টা চালিয়ে যাব আমার দেয়া প্রশিক্ষনের মাধ্যমে যেন দেশের বেকারত্ব দুর হয়। এতে সকলের সহযোগিতা কামনা করছি।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |