প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষের কোন বিকল্প নেই। জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (মেহেরপুরে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা )


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বৃক্ষের কোন বিকল্প নেই। তাই আমাদেও বেশী বেশী করে বৃক্ষ রোপন করতে হবে।কারন বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ আমাদের সম্পদ ও আগামী দিনের সুদৃঢ় অর্থনৈতিক ভীত।
মেহেরপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
আজ শনিবার সকালে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক শঙ্কও কুমার মজুমদার, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক প্রমুখ।
মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) আব্দুল কাদির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির। বনজ , ফলজ ওষধি গাছ বেশী করে লাগানোর আহŸান জানিয়ে প্রধান অতিথি বলেন, আমাদের এলাকায় জলবায়ূর বিরুপ প্রভাব সেটা আমরা অনুভব করতে পারছি। তাই সবাই একটি করে বনজ ,ফলজ ওষধি গাছ লাগাই। আমাদের শিশুদের গাছ লাগাতে অনুপ্রাণিত করতে হবে। গাছের উপকারিতা সম্পর্কে শিশুদের ধারণা দিতে হবে।
বিভিন্ন এলাকা থেকে নার্সারী মালিকরা বৃক্ষ মেলায় অংশ নিয়েছে। জেলার মেলায় ৩৫ টি ষ্টল বরাদ্দ দেয়া হয়েছে।