প্রিয়াঙ্কা চোপড়ার মৃত্যুর গুজব স্যোশাল মিডিয়ায়


নিউজ ডেক্স : বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আকশ্মিক মৃত্যুতে শোকাহত বলিউড যগত। সেখানেই আবার সোস্যাল মিডিয়ার বিভ্রান্তি ছড়াল। বিট্রিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত খবরেকে নিয়েই এই বিভ্রান্তি ছড়িয়েছে। শ্রীদেবীর প্রয়ানের খবরে ছবি নামি প্রিয়াঙ্কা চোপড়ার। এই খবর প্রকাশের পর পরই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
শ্রীদেবীর চলে যাওয়ায় অভিনয় জগত থেকে ক্রীড়া জগৎ সহ রাজনৈতিক মহল শোকজ্ঞাপন করেছেন স্যোশাল মিডিয়া টুইটার ফেসবুকে। তেমনই প্রিয়াঙ্কা চোপড়াও শ্রীদেবীর উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেন। তার এই শোকজ্ঞাপনকে নিয়েই খবর প্রকাশিত হয় ডেইলি মেলে যেখানে শ্রীদেবীর সঙ্গে ছবি যুক্ত করা হয় প্রিয়াঙ্কার। আর এখান থেকেই সুত্রপাত। অনেকে না বুঝেই শ্রীদেবীর পরিবর্তে প্রিয়াঙ্কার মৃত্যুকে সত্যি বলে ধরে নেয় যা আসলে সম্পূর্ণ ভুল একটি খবর। খবরটি সম্পূর্ণ ভ্রান্ত।