ঢাকা, সোমবার, ২৯শে মে ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্লাস্টিক ব্যবহার রোধে ভারতীয় যুবক বাংলাদেশে 

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্লাস্টিক বর্জন করুন, পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন। এ স্লোগানকে নিয়ে ১৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশ এসে প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও ব্যবহারে নিরুৎসাহিত করে সচেতনতার বার্তা পৌছে দিচ্ছেন ভারতীয় যুবক রোহান আগারওয়াল (২১)।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সরকারি-বেসরকারি
দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলে প্লাস্টিক ব্যবহার না করার জন্য আহবান করেন তিনি৷  এর আগেও বাংলাদেশের ৩৪ টি জেলায় গিয়ে সচেতনতা মূলক বার্তা দিয়েছেন তিনি৷
ভারতের মহারাষ্ট্রের প্রদেশের বাসিন্দা রোহান আগারওয়াল৷ পড়াশোনা করছেন স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান বিএ ও বিকমে। দেশের বাইরে থাকায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন অনলাইনে। কখনো পায়ে হেটে কখনো গাড়িতে করে ছুটছেন । নিজের দেশের পাশাপাশি বাংলাদেশকেও প্লাস্টিক ব্যবহার রোধে সঙ্গী করার প্রয়াসে বাংলাদেশে পদযাত্রা তার৷
ভারতীয় যুবক রোহান আগরওয়াল বলেন, বাংলাদেশে আমি ৯০ দিন আগে এসেছি। বাংলাদেশের ৩৪ জেলায় ঘুরেছি, এটা ৩৫ নম্বর জেলা ঠাকুরগাঁও। এই ভ্রমনের আমার মূল উদ্দ্যেশ্য হচ্ছে পরিবেশ এবং প্লাস্টিক সম্পর্কে মানুষকে সচেতন করা। আজকে আমরা পরিবেশ এর যে বিরুপ প্রতিক্রিয়া তা উপলব্ধি করছি। এগুলো সম্পর্কে জানাতেই আমার এই ভ্রমন। বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের  এ সম্পর্কে কথা বলছি৷ যারা আমরা আগামী দিনে এ পরিবেশে বসবাস করব তাদের সকলে প্লাস্টিকের ক্ষতিকারক দিক গুলো বুঝানোর চেষ্টা করছি৷ যদি আমরা প্লাস্টিক ব্যবহার রোধ না করি তাহলে পরিবেশের ভয়াবহ বিরুপ প্রতিক্রিয়ার সম্মুখীন আমাদের হতে হবে।
তিনি আরো বলেন, আমার যে ভ্রমন এটা আমার একার না এটা সবার। প্রকৃতি বাচাঁতে প্লাস্টিক পরিহার করা সকলের প্রয়োজন। তাই আমার ভ্রমনে সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
তার ভ্রমণের খরচাদির বিষয়ে জানতে চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কথা বলে বিষয়টি এড়িয়ে যান৷
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, আমার সাথে সে কথা বলেছে। তার বিষয়ে আমার কোন তেমন মন্তব্য নেই৷ মূলত প্লাস্টিকের বিষয় সে আমাকে বলেছেন৷ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে গিয়ে সচেতনতা সৃষ্টি করছেন৷ তবে সচেতনতার মাঝে তার আলাদা উদ্দেশ্য আছে কি না সেটা আমরা দেখব৷

You must be Logged in to post comment.

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |     লালমনিরহাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ২০     |     আওয়ামী লীগ নেতার মিল চাতাল দখলের অভিযোগ     |     রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে  নিরাপত্তা হীনতায়    কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা এলাকাবাসির     |     টাঙ্গাইলে মাছের দোকান ভাগাভাগি নিয়ে খুন হন ব্যবসায়ী বাপ্পী     |     টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত     |     বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক অনুষ্ঠান উপলক্ষে পঞ্চগড়ে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প     |     ঝিকরগাছায় ম্যানেজ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক হয়েছেন আনারুল ইসলাম     |