ফিজু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


আতিকুল ইসলাম চৌধুরী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের নবাবগঞ্জে মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । গতকাল বুধবার বেলা ৩টায় নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল মাঠে এ খেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলওয়ার হোসেন।
নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি শাহ মোঃ জিয়াউর রহমান মানিক জানান, বর্তমান ফুটবল খেলার মৌসুম, তাছাড়া বিশ্বকাপ ফুটবল খেলা ও চলছে । ফুটবল এর আমেজে স্থানীয় এমপি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু স্মৃতি নামে ৮ টিমের ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এম এম আশিক রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও সাদেকুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক দিলীপ কুমার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ প্রমূখ ।
উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে সৈয়দপুর ফুটবল একাদশ ৩ গোলে মিঠাপুকুর ফুটবল একাদশ কে পরাজিত করে।