ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতর সড়ক দুর্ঘটনায় এক ভ্রান যাত্রী নিহত।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আফজাল হোসেন (৫৫) নামে এক ভ্যানের যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টায় উপজেলার বারাই বোল্লাকালি মন্দির মোড়ে ফুলবাড়ী-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন পার্ববতীপুর উপজেলার শিয়াল কোট এলাকার দক্ষিন মরনাই গ্রামের মৃত ওছমান গণির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আফজাল হোসেন ফুলবাড়ী বাজারে বাশঁ বিক্রি করে ভ্যানযোগে বাড়ী ফিরার সময় বোল্লাকালি মন্দিরের সামনে বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক, একই দিক থেকে আসা অপর একটি ট্রাককে অতিক্রম করার সময় আফজাল হোসেনকে বহনকৃত ভ্যানটিকে সজরে চাপা দেয়। এতে ভ্যান চালক লাফ দিয়ে আত্মরক্ষা করলেও ভ্যানের যাত্রী আফজাল হোসেন গুরুতর আহত হয়, স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার নুরে আলম খুশরোজ তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তের জন্য আবেদন করলে, মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয় এবং ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |