ফুলবাড়ীতে উপজেলা নাগরিক সমাজ এর ত্রৈমাসিক সভা


মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের উপজেলা শাখা নাগরিক সমাজ এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৬ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৪টায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত ত্রৈমাসিক সভায় শচীন চন্দ্র রায়ের সভাপতিত্বে সভাপতি অনুষ্ঠিত হয়।
সভায় প্রসপেক্ট প্রকল্প উপজেলা শাখার এটিও ফারহানা সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখা নাগরিক সমাজ সংগঠনের সদস্য নিলুফা ইয়াছমিন, সদস্য ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্লাবন শুভ, সদস্য শিক্ষক মমিনুল ইসলাম, আবু সায়েম, আতাউর রহমান দুলাল, মহেন্দ্র নাথ, সোলেমান হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন এফএফ মো. দেলোয়ার হোসেন সিদ্দিকী, রওশন আরা, রানী বেগম, এসএস হুমায়ুন কবির প্রমুখ।
সভায় স্কুল পর্যায়ে বই পড়ার প্রতিযোগিতা আয়োজন করা, মাদক প্রতিরোধ করতে এলাকায় মাদক প্রতিরোধ কমিটি গঠন, উপজেলায় পর্যায়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে সংলাপ সভার আয়োজন, ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস গ্রাম পর্যায়ে পালন করাসহ পারিবারিক সহিংসতা প্রতিরোধ করতে এলাকা ভিত্তিক বউ-শাশুড়ীদের নিয়ে উঠান বৈঠক করার সিদ্ধান্ত গৃহিত হয়।