ফুলবাড়ীতে এসিল্যান্ড এর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি,থানায় জিডি


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি এর অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।
শনিবার বিকেলে সহকারী কমিশনার কার্যালয়ের নাজির আতিউর রহমান এর কাছে এ চাঁদা বাদী করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সরকারি দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন/হ্যাক করে একটি প্রতারক চক্র গত শনিবার ওই অফিসের নাজির এর কাছে চাঁদা দাবি করে। নাজির বিষয়টি ভুয়া বুঝতে পেরে এসিল্যান্ড কে অবহিত করেন। এ ঘটনায় শনিবার রাতেই তিনি বাদী হয়ে থানায় জিডি করেন যার (জিডি নং ১০২২)। পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমার সরকারি মোবাইল ফোন নাম্বার ক্লোন/হ্যাক করে একটি প্রতারক চক্র চাঁদা দাবি করেছে। এজন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।