ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে কোরিয়ান মেডিক্যাল টিমের দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ঔষধ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে  কোরিয়ান মেডিক্যাল টিম কর্তৃক উপজেলার প্রতিবন্ধী, মা ও শিশুসহ বিভিন্ন রোগীকে এ চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।
 আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় রোমেড ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং, কোরিয়ান চিকিৎসক কিম ইউ হং, রোডেম ফাউন্ডেশনের প্রজেক্ট কর্মকর্তা বাবলু বিবেরু সহ দক্ষিণ কোরিয়ার তিন জন বিশেষজ্ঞ, চার জন ইন্টার্নি ও ১২ জন মেডিক্যাল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে উপজেলার  তিন শাতাধিক নারী,পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ অংশ গ্রহন করেন।
রোমেড ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং বলেন, রোমেড ফাউন্ডেশনের বেসিক ডেভেলপমেন্টের অধিনে ফুলবাড়ী উপজেলার প্রতিবন্ধী, মা-শিশুসহ তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসার ব্যবস্থাপত্র, ওষুধসহ প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেয়া হয়েছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। তাই বাংলাদেশের মানুষের সেবা করতে এসেছি। এতে কোরিয়ার তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক, চার জন ইন্টার্নি ও ১২ জন মেডিক্যাল শিক্ষার্থী স্বাস্থ্যসেবা প্রদান করেন।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |