ফুলবাড়ীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একতলা নতুন ভবন উদ্বোধন করেছেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো: আল কামাহ তমাল এর সভাপতিত্বে, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক।
এতে সময় উপস্তিত ছিলেন জনসাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, ইউপি চেয়ারম্যান ও শহিদ সস্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান প্রমুখ।