ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ঝুলন্ত অবস্থায় আলেমা খাতুন (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের চকসাহাবাজপুর গ্রামে তার নিজ বাড়ীর শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আলেমা খাতুন ওই গ্রামের হোটেল শ্রমিক হৃদয় হাসানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে  তার স্বামী হৃদয় হাসান বাড়ীতে এসে দেখে তার ঘরের দরজা বন্ধ। এসময় তার স্ত্রীকে ডাকা ডাকি করলে সাড়া না পেয়ে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে শয়ন কক্ষে ঢুকে দেখতে পান তার স্ত্রী আলেমা খাতুন বাশের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুলছে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করেন। প্রতিবেশিরা জানায়,ওই গৃহবধুর মাথায় একটু সমস্যা ছিল,তাকে ইতিপূর্বেও অস্বাভাবিক আচরন করতে দেখা গেছে।
 এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, নিহত নারীর মানষিক সমস্য ছিল বলে জানাগেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |