ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নাশকতা মামলায় পৌর কাউন্সিলর আটক।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নাশকতা মামলায় পৌর কাউন্সিলর হাসানুর রহমান (৪৮)কে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮ টায় পৌর শহরের রেলগেট বাজার থেকে তাকে আটক করা হয়।
পৌর কাউন্সিলর হাসানুর রহমান,স্বজনপুকুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গত ১ নভেম্বর বিএনপি নেতাকর্মিরা পৌর শহরের হাসপাতাল মোড়ে চলাচলরত যানবহনের চলাচলে বাধাসৃষ্টি করে এবং আইশৃংখলা বাহিনীর উপর ইট-পাটকেল ছুড়ে। এ ঘটনায় ওই দিন ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৯জনের নাম উল্লেখ সহ আরও অঙ্গাতনামা আসামী করা হয়। ওই নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজার রহমান বলেন,প্রাথমিক তদন্তে ধৃত কাউন্সিলর হাসানুর রহমানের বিরুদ্ধে
ফুলবাড়ীতে ও ঢাকায় নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায়,নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |