ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিনের নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩মার্চ) দুপুর ১২টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী বাজারে এই বীর নিবাসের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো.এনামুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল ইসলাম,ঠিকাদার মোঃ আবুল হাসান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল ইসলাম বলেন,উপজেলায় মোট ৯টি বীর নিবাসের কাজ চলমান রয়েছে। এর আগে ৭টি বীর নিবাসের কাজ সম্পন্ন হয়েছে।