ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে প্রথমবার সৌদি খেজুর চাষ করে সফল জাকির,পরিচর্যা করছেন ইউটিউব দেখে।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি পৃথিবীর প্রাচীনতম ফলের মধ্যে খেজুর অন্যতম,মানব সভ্যতার ইতিহাসে সুমিষ্ট ফল হিসেবে এর গ্রহণযোগ্যতা পাওয়ায় অনেক বছর পূর্ব থেকেই অনেকের মতে সৌদি আরব, ইরাক এবং মিশর খেজুরের আদি স্থান। মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার দেশগুলোতেও চাষ হতে শোনা যায় এই সুমিষ্ট ফল। প্রতি বছর রমজান এলেই ইফতারে চাই খেজুর। খেজুর ছাড়া ইফতার যেন অসম্পুর্ণ,তাই রোজা উপলক্ষে প্রতি বছর দেশের বাজারে প্রচুর পরিমাণ খেজুর আমদানী করা হয়। সেই সৌদি আরবের মরুভূমির ফল, খেজুর এবার চাষ হচ্ছে ধান ও লিচুর জেলা হিসেবে খ্যাত দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায়।
মরুর এই ফলের চাষ অনেকটা কঠিন হলেও সেটাকেই বাস্তাবে রূপ দিয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার স্বজন পুকুর গ্রামের দীর্ঘদিন প্রবাসে থাকা জাকির হোসেন। তিনি নিজের ২০ শতাংশ পরিত্যাক্ত জমিতে খেজুর চাষ করে সফল হয়েছেন। বর্তমানে তার ১৯টি গাছে ফল ধরেছে।
জানা যায়, জাকির হোসেন(৪৫)। দীর্ঘ ২০ বছর কুয়েতে ছিলেন। সেখানে থাকা আবস্থায় তার মাথায় চিন্তা আসে দেশের মাটিতে কিভাবে খেজুর চাষ করা যায়। এক পর্যায়ে দেশে আসার সময় ১২ কেজি পাকা খেজুর কিনে এনে,সেই খেজুর থেকে চারা তৈরী করেন। তাতে তিনি সফল হয়েছেন। এরপর তিনি তার ২০ শতাংশ জমিতে প্রথমে ১৯টি খেজুর গাছের চারা রোপন করেন। পরবর্তী সময়ে তিনি ২০২০ সালে একবারে দেশে চলে আসেন এবং তার সৃজিত খেজুর বাগানে সময় দিতে শুরু করেন। তার রোপনকৃত খেজুর বাগানে রয়েছে মরিয়ম, আজওয়া, খলিজি, মেডজল ও আম্বার  জাতের খেজুর গাছ। তার খেজুর বাগানের প্রতিটি গাছের বয়স ৪ থেকে ৬ বছর। ২০২২ সালে তার বাগানের ৩টি গাছে প্রথম খেজুর আসে। এবছর তার বাগানের সব গাছে ফল এসেছে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই ফল পাকবে।
বাগান ঘুরে দেখা যায়, ২০ শতাংশ জমিতে সারি সারি খেজুর গাছ,সবুজ পাতার ফাকে ফাকে থোকায় থোকায় হলুদ ও লাল রঙের খেজুর ঝুলছে। খেজুরগুলো কোনোটা গোলাকার, আবার কোনোটা লম্বা। এক একটি গোছায় (কাদি)তে ৪০০ থেকে ৫০০টি খেজুর ধরেছে। তবে খেজুরগুলো এখনও অপরিপক্ব। বর্তমানে চারা পরিচর্জার কাজ চলছে।
নতুন কিছু চারা রোপনও করা হচ্ছে।
জাকির হোসেন বলেন, বিদেশে থাকা অবস্থায় আমার মাথায় আসে দেশের মাটিতে যদি এসব খেজুর চাষ করা যায়। এই চিন্তা থেকেই দেশে আসার এক পর্যায়ে খেজুর এনে চারা তৈরী করে, সেই চারা লাগাই এবং ইউটিউব দেখে পরিচর্যা করতে থাকি। তিনি বলেন, ২০ শতাংশ জমিতে ১৯টি খেজুর গাছ আছে। খেজুর সাধারণত একটু উচুঁ জমি হলে ভাল হয় এবং গাছের গোড়ায় সব সময় জৈব সার ব্যবহার করতে হয়। গত বছর তার বাগানে ৩টি বাগানে ফল এসেছিল। ওই ফল দিয়ে পুনরায় চারা করেছেন। বর্তমানে তার এক হাজার খেজুর চারা তৈরি হয়েছে। এবছর বাগানের ৯টি গাছে ফল এসেছে। আগামীতে আশা করছি সব গাছেই ফল আসবে। এবছর ৯টি গাছ থেকে প্রায় ২৮০ কেজি ফল পাওয়া যাবে। ইতোমধ্যে অনেকেই ফল কেনার জন্য যোগাযোগ করছে। প্রতি কেজি খেজুরের দাম ৪০০ টাকা করে বলছে। একই সাথে অনেকেই চারার জন্য যোগাযোগ করছেন। আশা করছি আগামী বছর প্রতিটি গাছে খেজুর আসবে। এতে করে ভালো লাভবান হব।
তিনি আরও বলেন, এবছর আমি ২ একর জমি প্রস্তুত করেছি সেই জমিতে আরও ৩০০ খেজুর চারা রোপন করে বাগানের পরিধি বৃদ্ধি করব।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ  রুম্মান আক্তার জানান, উপজেলায় এই প্রথম একজন কৃষক সৌদির খেজুর চাষ করছেন বলে শুনেছি। উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বাগানের খোঁজ রাখা হচ্ছে। শিঘ্রই বাগান পরিদর্শনে যাবো। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |