ফুলবাড়ীতে বিপুল পরিমান মাদক সহ সাবেক ইউপি সদস্য আটক।


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি’দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাজার পিছ নিষিদ্ধ টাপেন্ডা ট্যাবলেট (মাদক) এবং ৫০ বোতল ফেয়ারডিল ( ফেন্সিডিল) সহ সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন (৫১) ও মিজানুর রহমান (৫০) কে আটক করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি)।
বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আখিঘটনা বাজনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান মাদকসহ তাদের আটক করা হয়।
ধৃত আনোয়ার হোসেন উপজেলার আখিঘটনা বাজনাপাড়া গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে তিনি কাজিহাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ছিলেন। অপর ধৃত ব্যক্তি মিজানুর রহমান একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
এঘটনায় ওই দিন রাতেই দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি) এর উপ-পুলিশ পরিদর্শক রওশন সরকার বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানাগেছে,দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি) এর একটি অভিযানিক দল,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের সীমান্ত এলাকার আখিঘটনা বাজনাপাড়া গ্রামে ধৃত আনোয়ার হোসেন এর বাড়ীর একটি গলিতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ দুই হাজার পিছ ট্যাপেন্ডা ট্যাবলেট ও ৫০বোতল ফেয়ারডিল (ফেন্সিডিল) সহ তাদেরকে আটক করা হয়।
মামলার বাদী দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি) এর উপ-পুলিশ পরিদর্শক রওশন সরকার জানান,ধৃত আনোয়ার হোসেন ওই এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী, সে দির্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচার ও বিক্রি নিয়ন্ত্রন করে আসছে,তার নামে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন,দিনাজপুর গোয়েন্দা পুলিশ ( ডিবি) এর একটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদক সহ আটক করে থানায় মামলা দায়ের করেছে।