ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী গুদামে বোরোধান সংগ্রহের জন্য লটারীর মাধ্যমে ৫২২ জন কৃষককে নির্বাচন করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর। প্রথম ধাপে ৪০২ জন ও দ্বিতীয় ধাপের জন্য ১২০ জন কৃষক নির্বাচন করা হয়।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানিকভাবে লটারীর মাধ্যমে এই কৃষক নির্বাচন করা হয়।
লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দনের সঞ্চলনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুস,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী খাদ্য গুদামের খাদ্য কর্মকর্তা মাহমুদ মো. ইমরান, মাদিলা হাট খাদ্য গুদামের খাদ্য কর্মকর্তা রওশন আলী ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন বলেন, বোরো মৌসুমে এ উপজেলায় ১হাজার ২০২ টন ধান ৩০ টাকা কেজি দরে সরাসির কৃষকের নিকট থেকে সংগ্রহ করা হবে। একজন কৃষক ৫০০ কেজি থেকে সর্বচ্চ তিন টন করে ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবে। এ জন্য লটারীর মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আবেদনকারী ৪হাজার ৩২৫কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে দুই ধাপের জন্য ৫২২ জন কৃষক নির্বচান করা হয়েছে।

You must be Logged in to post comment.

সরকার পতনের ১ দফা দাবিতে গাংনীতে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল     |     বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা     |     ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত     |     যশোর-২ এর আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন     |     মোটর সাইকেলের বহর নিয়ে সাবেক সংসদ সদস্যর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল     |     আসন্ন দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ : মেহেরপুর-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে কমরেড বকুলের মনোনয়ন পত্র জমা     |     আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক     |     তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা     |     গাংনীতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এএসএম নাজমুল হক সাগরকে গাংনীবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল     |