ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন


মেহেদীহাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরেরফুলবাড়ীতেবুধবার বাংলাদেশপূঁজাউদযাপনপরিষদফুলবাড়ীউপজেলাশাখারউদ্যোগেব্যাপকউৎসাহ উদ্দীপনায় নানাকর্মসূচিরমধ্যদিয়েহিন্দুধর্মালম্বীদেরভগবানশ্রীকৃষ্ণেরজন্মতিথিশুভজন্মাষ্টমীপালনকরাহয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় পৌর শহরের রামকৃষ্ণ সেবাশ্রম চত্বর থেকে এক বণ্যাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
শোভাযাত্রায়পাঁচশতাধিকনারী -পুরুষেরসমন্বয়ে ঢাক-ঢোল-কর্তালবাজিয়েপৌরশহরেরপ্রধানপ্রধানসড়কপ্রদক্ষিণশেষেপুনরায়সেখানেএসেশেষহয়।
এর আগে সকাল ১০টায় রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহব্বায়ক প্রবীণ শিক্ষক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব শিক্ষক ধীমান চন্দ্র সাহা’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
এছাড়াওবক্তব্যরাখেনহিন্দুবৌদ্ধখ্রিস্টানঐক্যপরিষদেরফুলবাড়ীউপজেলাশাখারআহব্বায়কজয়রামপ্রসাদ, বাংলাদেশপূঁজাউদযাপনপরিষদফুলবাড়ীউপজেলাশাখারযুগ্মআহব্বায়কআনন্দকুমারগুপ্ত, শ্রীরামকৃষষ্ণসেবাশ্রমেরসভাপতিশিক্ষকসঞ্জয়কুমারচক্রবর্তী, সাধারণসম্পাদকরতনচক্রবর্তী,যুবঐক্যপরিষদেরআহব্বায়কমানিকসরকার, পূজাউদযাপনপরিষদেরখয়েরবাড়ীইউপিসভাপতিসহকারীঅধ্যাপকঅনিলচন্দ্র,কাজিহালইউপিসভাপতিহেমন্তকুমারসরকার, বেতদিঘিইউপিসভাপতিমনোরঞ্জনবর্ম্মন,চন্দ্রনাথগুপ্তচান্দা, প্লাবনশুভ, নকুলচন্দ্ররায়প্রমুখ।
শেষেরামকৃষ্ণসেবাশ্রমচত্বরেদেশ, জাঁতিওবিশ্বমানবেরকল্যাণওমঙ্গলকামনায়পূজা, উপোস, অঞ্জলিপ্রদান, প্রার্থনা, সহনানাআয়োজনকরাহয়।