ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অ‌ভিযান, দুই ব্যবসায়ীর জরিমানা।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি: দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র অ‌ভিযা‌ন প‌রিচালনা করে দুই ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এসময় রং মেশা‌নো খাদ্য ধ্বংস করা হ‌য়।
মঙ্গলবার (২২আগস্ট) সকাল ১১টায় পৌর শহরের কা‌লিবাড়ী বাজার সংলগ্ন বি‌ভিন্ন মিষ্টান্ন ভান্ডার, কাঁচা বাজার, মাছ ও মাংসের দোকা‌নে এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর দিনাজপু‌রের সহকারী প‌রিচালক মমতাজ বেগম।
 অ‌ভিযা‌নে বাজারের শ‌ফিকুল হো‌টেল কে ৫হাজার ও ইসমাইল মিষ্টান্ন ভান্ডার‌কে ৩হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়া ক‌য়েক‌টি মিষ্টান্ন ভান্ডা‌রের ম‌তিচু‌রের নাড়ু (লাড্ডু)‌তে কাপ‌ড়ের রং মেশা‌নোয় তা ধ্বংস করা হয়ে‌ছে।
ভোক্তা অ‌ধিকা‌র সংরক্ষণ অ‌ধিদপ্তর দিনাজপু‌রের সহকারী প‌রিচালক মমতাজ বেগম জানান, ‌নিয়‌মিত বাজার তদারকির অংশ হি‌সে‌বে এ অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়েছে। অ‌ভিযা‌নে ব্যবসা‌য়ি‌দের‌ স‌চেতন করাসহ দু‌টি দোকা‌নে জরিমানা আদায় করা হ‌য়ে‌ছে। এ ধর‌নের অ‌ভিযান অব্যাহত থাক‌বে।
এর আগে ফুলবাড়ী  থানা চত্ব‌রে, পু‌র্বে জব্দকৃত ৩৮৪ বোতল অ‌বৈধ যৌন উ‌ত্তেজক সিরাপ  ধ্বংস করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন,ভোক্তা অ‌ধিকা‌র সংরক্ষণ অ‌ধিদপ্তর দিনাজপু‌রের সহকারী প‌রিচালক মমতাজ বেগম,ফুলবাড়ী উপজেলা ক্যাব সভাপ‌তি মাসউদ রানা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি (তদন্ত) শ‌ফিকুল ইসলাম, উপপ‌রিদর্শক আ‌রিফুল ইসলাম সহ থানা পু‌লিশ।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |     ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ     |