ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান  ৫শ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটারের ৬টি অবৈধ চায়না দুয়ারী (রিং জাল) এবং ২টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামাহ্ তমাল।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত এসব অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল  আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামাহ্ তমাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার প্রমুখ।
এর আগে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় ছোট যমুনা নদীর তীরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসম উপস্থিতি টের পেয়ে জালের মালিকগণ পালিয়ে যায়। সেখান থেকে মালিক বিহীন অবস্থায়  ৬টি অবৈধ চায়না দুয়ারী (রিংজাল) এবং ২টি কারেন্ট জাল সহ প্রায় ৫০০মিটার জাল জব্দ করেন। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, অবৈধ চায়না দুয়ারী জালের কারণে দেশীয় মাছসহ মাছের রেণু ও পোনা এবং বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এই অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে ১৯৫০ সালের মৎস সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শিক্ষক আনিসুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |