ফুলবাড়ীতে মরিয়ম চক্ষু হাসপাতাল উদ্বোধন


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে মরিয়ম চক্ষু হাসপাতাল ফুলবাড়ী শাখা (ভশিন সন্টোর) উদ্বোধন করা হয়ছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সিদ্দিকি টাওয়ারে আনুষ্ঠানিকভাবে এ চক্ষু হাসপাতাল (ভশিন সন্টোর) উদ্বোধন করেন কাসেম ফাউন্ডেশনের যুগ্ম সচিব সামিরা রোকাইয়া কাসেম।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করনে সান লাইফ ট্রেডিং এণআড সার্ভিসেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক সাবেক পৌর মেয়র তারিক আবু আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাসেম ফাউন্ডেশনের যুগ্ম সচিব সামিরা রোকাইয়া কাসেম। বিশেষ অতিথি হসিবেে বক্তব্য রাখনে উলিপুর শাখা মরয়িম চক্ষু হাসপাতালের (ভিশন সেন্টার) উপ মহাব্যবস্থাপক মো. মোস্তাহিদ আল, ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন প্রমুখ। এতে বিভিন্ন শ্রেণী
পশোর মানুষ উপস্থতি ছলিনে।