ঢাকা, বৃহস্পতিবার, ৮ই জুন ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সাড়ে ৩৩ হাজার পরিবার পেল ভিজিএফ এর চাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৩৩ হাজার ৫২৪ পরিবারকে,প্রতিটি কার্ডে বিনামুল্যে ১০ কেজি করে,মোট ৩৩৫ দশমিক ২৪ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এই চাল বিতরণ উদ্বোধন করেন পৌর সভার মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী মিরু,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। এসময় দাবদাহ উপেক্ষা করে শতশত নারী-পুরুষ চাল নিতে উপচেপড়া ভীড় জমায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছ, অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রপ ফিডিং (ভিজিএফ) কর্মসুচির আওতায় উপজেলায় ৩৩ হাজার ৫২৪ পরিবারকে প্রতিটি কার্ডে ১০ কেজি করে ৩৩৫ দশমিক ২৪ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ৪ হাজার ৬২১ পরিবারকে ৪৬ দশমিক ২১ মেট্রিকটন এবং সাতটি ইউনিয়নে পার্যায়ক্রমে ২৮ হাজার ৯০৩ পরিবারের মাঝে ২৮৯ দশমিক ০৩ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |