ফুলবাড়ীতে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ)সকাল ১১টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে স্কুল মিল্ক কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনজু রায় চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া,ভ্যাটেনারি সাজন ডা.মো.নিয়ামত আলী,কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া জানান,দেশের ৩শ টি স্কুলে এই কার্যক্রম চালু হবে,প্রথম পর্যায়ে সারা দেশে ৫০টি স্কুল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরে দুটি,সদরে একটি এবং অপরটি ফুলবাড়ী উপজেলার মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সপ্তাহে ৫দিন এসব বিদ্যালয়ের প্রতিটি শিক্ষাথীকে এক প্যাকেট তরল দুধ দেয়া হবে। এতে বাচ্চাদের পুষ্টির চাহিদা পুরন হবে। পরবর্তিতে পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম চালু হবে।