ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ২৯ বছরপর শিক্ষক সমিতির নির্বাচন রেজাউল করিম সভাপতি নির্বাচিত, সম্পাদক পদের ফলাফাল স্থগিত

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দীর্ঘ ২৯ বছরপর বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎস মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার (১২ আগস্ট) সকাল ৯ থেকে শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়। বিকেল সাড়ে পাঁচটায় ভোটের ফলাফল প্রকাশ করা হয়।
এতে রেজাউল করিম সরকার ২৫০ ভোটে সভাপতি, কামরুজ্জামান ৩০৫ ভোটে সাংগঠনিক সম্পাদক এবং বেলাল হোসেন মণ্ডল ২৬৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ২৫৮ ভোট এবং আমজাদ হোসেন ২৫৮ ভোট পেয়ে, সমান সংখ্যক ভোট পাওয়ায় সাধারণ সম্পাদক পদের ফলাফল স্থগিত রেখেছেন নির্বাচন কমিশন।
ফলাফলে অন্যান্য পদের নির্বাচিতরা হলেন, ৩২৪ ভোট পেয়ে মোস্তাফিজার রহমান এবং ৩১১ ভোট পেয়ে আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
জানাগেছে,সমিতি প্রতিষ্ঠা কালিন সময় থেকে সমঝোতা ভিক্তিক কমিটি গঠন করা হলেও, ২৯ বছরপর এবারে প্রথম সরাসরি ভোটের মধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলো। ১৯টি পদের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছে, বাঁকি পাঁচটি পদের বিপরিতে প্রতিদন্দিতা করছেন ১৩জন। এর মধ্যে সভাপতি পদে চারজন, সাধারন সম্পাদক পদে দু’জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দু’জন ও অর্থ সম্পাদক পদে দুই জন।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেন পার্বতীপুরের রোস্তমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা,তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৭ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৩৪ জন ভোটারের মধ্যে ৫২১ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পড়ায় ওই পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার বলেন, দীর্ঘ ২৯ বছর পর শিক্ষক সমিতির নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯সদস্য বিশিষ্ট এ নির্বাচিত কমিটি তিন বছর দায়ীত্ব পালন করবেন।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |