ফুলবাড়ীর বিশিষ্ট কাপড় ব্যাবসায়ী শহীদ মিয়ার ইন্তেকাল


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বিশিষ্ট কাপড় ব্যাবসায়ী আলহাজ্ব শহীদ মিয়া বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর।
সোমবার (২২মে)সকাল ৭টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি জাকের পাটির সাবেক সভাপতি এবং বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র শাহাজান আলী সরকার পুতু’র বেয়াই। মৃত্যুকালে তিনি চার ছেলে এক মেয়ে ও স্ত্রী নাতিনাতনি আত্বীয় স্বজন সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,স্থানীয় ব্যবসায়ী,সুধিজন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।